কুষ্টিয়ায় লালন উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে চলা পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লালন আখড়াবাড়ীর মূল মঞ্চে সমাপনী আলোচনা সভার প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ বিশাল এই লালন উৎসবের সমাপ্তি ঘোষণা করেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিবি যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শহীদুল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম।
এ ছাড়া মুখ্য আলোচক হিসেবে লালনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন লালন গবেষক অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী।
এরই মধ্যে এখানে আসা অধিকাংশ লালন অনুসারী ও ভক্তরা লালন আখড়াবাড়ি ছেড়েছেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক লালন ফকিরের মৃত্যুর পর থেকেই ছেউড়িয়ার আখড়া কমিটি ও লালন একাডেমি এই অনুষ্ঠান করে আসছে।