মেঘনায় ‘জেলেদের সঙ্গে সংঘর্ষ’, কনস্টেবল নিখোঁজ
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে জেলেদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পুলিশ। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করা হয়। ঘটনার পর থেকে এক পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার চরকোড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলম।
তবে এ ব্যাপারে জেলেদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিখোঁজ কনস্টেবলের নাম মোশাররফ হোসেন।
ওসি আরো দাবি করেন, পুলিশের একটি দল রাতে চরকোড়ালিয়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে যায়। কিন্তু নদীর পাড়ে পুলিশ দেখে জাটকা ধরতে থাকা অসাধু জেলেরা পুলিশের ওপর হামলা চালায়।
‘এ সময় পুলিশ পাঁচটি ফাঁকা গুলি করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কনস্টেবল মোশাররফ নিখোঁজ হন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নৌ-পুলিশ মেঘনা নদীতে তল্লাশি চালালেও মোশাররফকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি’, যোগ করেন ওসি।