মৌলভীবাজারে কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে লুট
বাংলাদেশ কৃষি ব্যাংকের মৌলভীবাজার শাখার ভল্ট ভেঙে ছয় লাখ ২৬ হাজার টাকা লুট করে নিয়েছে ডাকাতরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরের শমসেরনগর চৌমোহনা এলাকার কৃষি ব্যাংকে এ ঘটনা ঘটে। urgentPhoto
ব্যাংক ম্যানেজার মো. নাজমুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে ব্যাংকের প্রহরীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। ব্যাংকে গিয়ে এর পেছনের জানালার গ্রিল কাটা দেখতে পান। এ সময় তিনি ভল্ট কক্ষের কলাপসিবল গেট ও ভল্টের তালা ভাঙা দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।
ব্যাংক ম্যানেজার আরো জানান, ব্যাংকের ভল্টে ছয় লাখ ২৬ হাজার ১৬০ টাকা ছিল। ভল্টে সর্বোচ্চ ১০ লাখ টাকা রাখা যায়।
নাজমুল ইসলাম জানান, এ ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য প্রহরীসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় বলেও জানান ব্যাংক ম্যানেজার।