বরগুনায় সেফুদার ফাঁসির দাবিতে বিক্ষোভ
বরগুনা সদর উপজেলায় পবিত্র কোরআন, ইসলাম ধর্ম ও হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননাকারী সেফাতুল্লাহ ওরফে সেফুদার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা সদরের কেন্দ্রীয় মসজিদের সামনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়।
কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সেফাতুল্লাহর ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা।