২ মাস পর চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু
মার্চ-এপ্রিল দুই মাস অভয়াশ্রমের কারণে বন্ধ থাকার পর চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু হয়েছে। মঙ্গলবার রাত ১২টার পর থেকে মাছ ধরা শুরু করেছেন জেলেরা।
বাংলাদেশের ইলিশ সম্পদের উন্নয়ন ও জাটকা রক্ষায় ২০০৬ সাল থেকে প্রতি বছর এ দুই মাস চাঁদপুরের মেঘনা নদীর ষাটনল থেকে চরভৈরবি পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস অভয়াশ্রম ঘোষণা করে সরকার। এই সময়ে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল্লাহ বাকী জানান, জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় ৫১ হাজার ১৯০ জন তালিকাভুক্ত জেলেকে এই দুই মাস বিকল্প কর্মসংস্থান হিসেবে সরকারের পক্ষ থেকে সেলাই মেশিন, গবাদিপশু ও অন্যান্য সামগ্রী দেওয়া হয়। এছাড়াও ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাস প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল দেওয়া হয়।
জাটকা রক্ষায় জেলা টাস্কফোর্সের পাশাপাশি নৌ-বাহিনী, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়। এ সময় অভয়াশ্রম এলাকায় সব ধরনের জাল দিয়ে মাছ আহরণ, মজুদ, কেনা-বেচা ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা ও সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হয়।