নাটোরে আওয়ামী লীগ কর্মী খুন
নাটোরের সিংড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় আবদুল হান্নান নামের এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের তিরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনশী শাহাবুদ্দিন জানান, তিরাইল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আরিফের সমর্থকদের সঙ্গে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জিন্নার সমর্থকদের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ২০ অক্টোবর জিন্নার সমর্থকরা আরিফের সমর্থকদের মারধর করে। এর প্রতিশোধ নিতেই সম্ভবত আজ আরিফের লোকজন জিন্নার সমর্থকদের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে হামলাকারীরা প্রতিপক্ষ জিন্না গ্রুপের আবদুল হান্নানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজনকে আটক করে।
এএসপি আরো জানান, আরিফ ও জিন্না উভয়ই আওয়ামী লীগের সমর্থক। লাশ উদ্ধার করে থানায় নেওয়ার প্রস্তুতি চলছে। এ মুহূর্তে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।