চুয়াডাঙ্গায় বাস উল্টে শিশু নিহত, আহত ১০
চুয়াডাঙ্গা সদর উপজেলার পাঁচমাইল-ভাণ্ডারদহে যাত্রীবাহী বাস উল্টে মো. রাব্বী (১৩) নামের সাইকেল আরোহী এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন দুই পরিবারের ছয়জনসহ ১০ বাসযাত্রী।
আজ বৃহস্পতিবার বেলা ৩টায় এই দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বাসটি ব্যাপক ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
নিহত রাব্বী সদর উপজেলার সুবদিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, শাহ ফরিদ পরিবহনের (ফরিদপুর জ ১১-০০২৩) একটি বাস চুয়াডাঙ্গা থেকে ফরিদপুর যাচ্ছিল। আজ বেলা ৩টার দিকে বাসটি পাঁচমাইল-ভাণ্ডারদহ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ২০ ফুট গভীর খাদে উল্টে যায়। এ সময় সাইকেল আরোহী শিশু রাব্বী এবং বাসের ১০ জন যাত্রী গুরুতর আহত হন। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
আহত বাসযাত্রীরা হলেন জেলার আলমডাঙ্গা উপজেলার শেখপাড়ার একরামুল হক (৫৫), তাঁর স্ত্রী শানু বেগম (৫০) ও ছেলে আল আমিন (১২), মেহেরপুরের গাংনীর সানোয়ার হোসেন (৩৭ ), তাঁর স্ত্রী হিরা খাতুন (৩০) ও ছেলে রওশন আলী (১০), যশোরের বাঘারপাড়ার হাদিউজ্জামান (৩০) ও খামারপাড়ার আসাদুজ্জামান (৪৫), মাগুরার রথতলা এলাকার কৃষ্ণপদ ও খুলনার বয়রা এলাকার করিম উদ্দিন (৪৫)। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে সদর থানা থেকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পাঠানো হয়। চুয়াডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটি ভস্মীভূত হয়ে যায়।