‘রামপালে বিদ্যুৎকেন্দ্রের কারণে কোনো ক্ষতি হবে না’
সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে সুন্দরবনের রামপালে নির্মিত হতে যাওয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের কারণে জীববৈচিত্র্য বা মানুষের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘সুন্দরবন উত্তর-পূর্ব কোণা থেকে যে তাপ বিদ্যুৎকেন্দ্র তার দূরত্ব হচ্ছে ১৪ কিলোমিটার। এখন ধরেন যে ১৪ কিলোমিটার দূরে থেকে পরিবেশের ক্ষতি করবে এটি গ্রহণযোগ্য কথা না।’
বৃহস্পতিবার বিকেলে মংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সাংবাদিকদের এসব কথা বলেন।
আধুনিকভাবে নির্মিতব্য এই তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে কোনো ধরনের ধোঁয়া বের হবে না, ফলে বায়ু দূষণও ঘটবে না বলে জানান আবুল কালাম আজাদ। এই বিদ্যুৎকেন্দ্রের ফলে বনের বাঘ, হরিণ ও মানুষের কোনো ক্ষতি হবে না বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আরো বলেন, প্রধানমন্ত্রীর আগ্রহের কারণেই মংলা বন্দরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। মংলা বন্দরকে আরো বেশি সচলের জন্য মংলায় অর্থনৈতিক অঞ্চল, মংলা-খুলনা রেললাইন, খান জাহান আলী বিমানবন্দর ও পদ্মা সেতু নির্মাণসহ নেওয়া নানামুখী প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদীর সভাপতিত্বে বিকেলে বন্দরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মজিবুর রহমান, বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম, অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাউদ্দিন, বেপজার নির্বাহী চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ড. নমিতা হালদার ও বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজ উদ্দিন আহমেদসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকের আগে মুখ্য সচিবের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা মংলা-ঘাসিয়াখালী চ্যানেল ও সুন্দরবন পরিদর্শন করেন। পরে তাঁরা রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন।