‘পাহাড়ে জনদুর্ভোগ সৃষ্টি করে রাজনীতি নয়’
পাহাড়ে জনদুর্ভোগ সৃষ্টি করে রাজনীতি না করার আহ্বান জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক)। আজ মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইউপিডিএফ-গণতান্ত্রিকের প্রধান শ্যামল চাকমা বলেন, ‘প্রসীত বিকাশ খীসার স্বেচ্ছাচারিতা, দলে অগণতান্ত্রিক চর্চার কারণে আমরা বাধ্য হয়ে ইউপিডিএফ থেকে বেরিয়ে নতুন সংগঠন করেছি।’
ইউপিডিএফের মূল দলের নেতা প্রসীত খীসা রাজনীতিতে সাধারণ মানুষকে ঢাল বানিয়ে রাজনীতি করছে জানিয়ে শ্যামল চাকমা আরো বলেন, ‘রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তির পরিবারকে অপহরণ, হত্যার মতো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং হাটবাজার বয়কটের মতো জনদুর্ভোগ সৃষ্টি করে তারা রাজনীতি করছে।’
সংবাদ সম্মেলনে ইউপিডিএফ-প্রসীত গ্রুপের জনদুর্ভোগ সৃষ্টির আন্দোলন প্রতিহত করে পার্বত্য চুক্তি বাস্তবায়নের গণতান্ত্রিক আন্দোলন করার কথা জানানো হয়। এ ছাড়া অস্ত্রবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক আন্দোলনের অংশ নয় বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইউপিডিএফ-গণতান্ত্রিকের প্রধান শ্যামল চাকমা ওরফে জলেয়া ছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনটিক সম্পাদক রিপন চাকমাসহ খাগড়াছড়ির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
ইউপিডিএফের নেতাকর্মীদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ এনে ২০১৭ সালে মূল দল ভেঙে একটি অংশ নতুন করে ‘ইউপিডিএফ গণতান্ত্রিক’ নামে আরেকটি দল গঠন করে। ওই সময় তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাকে আহ্বায়ক ও জলেয়া চাকমা তরুকে সদস্য সচিব করে নয় সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।