রাজবাড়ীতে সাতশ গ্রাহক পেলেন নতুন বিদ্যুৎ সংযোগ
রাজবাড়ীতে বিদ্যুৎ সংযোগ পেয়েছেন সাতশ গ্রাহক। পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের পাঁচটি গ্রামের সাতশ পরিবারের মধ্যে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগ সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম গতকাল বুধবার সন্ধ্যায় বাধুলি খালকুলা দাখিল মাদ্রাসা চত্বরে আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন। এক কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন স্তরের ২২টি ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে মোট ১০ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে।
বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি এ কে এম আতাউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, ইউনুছ আলী সরদার, এ কে এম ফরিদ হোসেন এবং পল্লী বিদ্যুতের ভারপ্রাপ্ত জিএম গোলাম আহমেদ।
এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৬১ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম।