চাঁদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক ও যাত্রী নিহত
চাঁদপুর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার বাগড়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পঞ্চগড়ের ফখিলাগার গ্রামের সহিদুল ইসলামের ছেলে অটোরিকশার যাত্রী মোজাম্মেল (২৩) ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম পোয়া গ্রামের আবদুল ওয়াহাবের ছেলে অটোরিকশাচালক রফিক গাজী (৪০)।
চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, আজ সকালের দিকে যাত্রী নিয়ে ফরিদগঞ্জ থেকে চাঁদপুর সদর অভিমুখে রওনা দেয় একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে বাগড়া বাজার এলাকায় বালুবাহী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক রফিক ও যাত্রী মোজাম্মেল নিহত হন।
দুর্ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকটি আটক করা যায়নি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
ঘটনাস্থল থেকে মোজাম্মেল ও রফিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।