নোয়াখালীতে নৈশকোচে ডাকাতি
নোয়াখালীর বেগমগঞ্জে নৈশকোচে ডাকাতি হয়েছে। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শাহজাহান (৪৫) নামে এক যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে বেগমগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের চৌমুহনী চৌরাস্তার কাছে এ ঘটনা ঘটে।
আহত মো. শাহজাহান লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা। তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও বাসের কয়েকজন যাত্রী জানান, ৪৫ জন যাত্রী নিয়ে গতকাল দিবাগত রাত ১২টার দিকে ঢাকার মিরপুর থেকে ইকোনো সার্ভিসের বাসটি ছেড়ে আসে। রাত ৪টার দিকে চৌমুহনী চৌরাস্তা পার হয়ে এক কিলোমিটার পশ্চিমে যাওয়ার পর যাত্রীবেশী পাঁচ ডাকাত অস্ত্রের মুখে বাসচালক ও যাত্রীদের জিম্মি করে। এ সময় এক ডাকাত চালকের আসনে বসে নিজেই বাসের নিয়ন্ত্রণ নেয়। এ সময় অন্য ডাকাতরা যাত্রীদের কাছে থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
ওই বাসে ছিলেন দৈনিক রায়পুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ইসমাইল হোসেন খান। তিনি জানিয়েছেন, লুট করার সময় বাধা দেওয়ায় এক ডাকাত শাহজাহান নামের ওই যাত্রীকে ছুরিকাঘাত করে।
এ ব্যাপারে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক বলেন, ‘এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ করতে আসেনি। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’