বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় আমতলী-কুয়াকাটা সড়কের খুড়িয়ার খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন কলাপাড়া উপজেলার পাখিমারা ইউনিয়নের বাসিন্দা সাইফুল (৪০) এবং মহিপুর ইউনিয়নের সুদিরপুর গ্রামের বাসিন্দা রাসেল (৩০)। নিহত অপর আরোহীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, একটি গাছবোঝাই টমটম নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক দিয়ে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আমতলী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, কলাপাড়াগামী একটি গাছভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আমতলীগামী মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তিনি আরো জানান, ঘাতক টমটমটিকে আটক করে থানায় আনা হয়েছে। তবে ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান এর চালক।