গণধর্ষণ করে মেরেই ফেলল কিশোরীকে!
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়ায় গণধর্ষণে ধনিতা ত্রিপুরা (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। সোমবার রাতের কোনো এক সময় খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়ার বড় পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বড় পাড়ার বাসিন্দা নল মোহন ত্রিপুরা তাঁর স্ত্রীকে নিয়ে জেলার দীঘিনালায় বেড়াতে যান। রাতে বাড়ি ফেরার কথা থাকলেও তাঁরা বাড়ি ফিরেননি। কিশোরী ধনিতা ত্রিপুরা বাসায় একাই ছিল।
কিশোরীর মা স্বরলেখা ত্রিপুরা জানান, কিছুদিন আগ থেকে বখাটে কম্বল ত্রিপুরা ধনিতা ত্রিপুরাকে তার কাছে বিয়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। সোমবার রাতে তার মেয়ের ফোন থেকে কম্বল ত্রিপুরা ফোন করে তাঁর মেয়েকে উঠিয়ে নেওয়ার হুমকি দেয়।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ধনিতা ত্রিপুরার বড় ভাই রামেন্দ্র ত্রিপুরার স্ত্রী খোঁজ নিতে গিয়ে ননদের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রকৃত অপরাধীকে আটক করা হবে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিমল ত্রিপুরার কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে গণধর্ষণে কিশোরীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। আটক তিনজন হলেন রুমেন ত্রিপুরা(২২), কিরণ ত্রিপুরা (২০) ও কম্বল ত্রিপুরা (১৯)।