দামুড়হুদায় কৃষককে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ফরজন আলী জোয়ার্দ্দার (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামে আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ফরজনের ছেলে ওয়াসিম আলী জোয়ার্দ্দার বাদী হয়ে প্রতিবেশী ফজলে মালিথার বিরুদ্ধে দামুড়হুদা থানায় হত্যা মামলা করেছেন।
মামলায় বলা হয়েছে, প্রতিবেশী ফজলে মালিথা দীর্ঘদিন ধরে ফরজন আলীর জমির একটি অংশ নিজেদের দাবি করে আসছিল। বিষয়টি ইউনিয়ন পরিষদ থেকে নিষ্পত্তি করার পরও ফজলের বাড়ির লোকজন জমিতে গরু বেঁধে নোংরা করতে থাকে। সকালে গরু বাঁধা নিয়ে প্রতিবাদ করলে ফজলের স্ত্রী ও মেয়ে ফরজনের স্ত্রী বুড়ি খাতুনকে মারধর করে। এর প্রতিবাদ জানালে ফজলে ধারালো হাঁসুয়া দিয়ে ফরজনের বুকে সজোরে কোপ মারে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) কাজী নাসিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরো জানান, আসামি ফজলে বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছেন। তাঁকে ধরতে অভিযান চলছে। ঘটনার পর থেকে গ্রামটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও এসআই জানিয়েছেন।