বান্দরবানে জামায়াত-শিবিরের ৪২ নেতাকর্মী জেলে
বান্দরবানে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের আটক ৪২ জন নেতাকর্মীকে সন্ত্রাস দমন আইনের মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় বান্দরবানের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবু হানিফ তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, বান্দরবান বাজারের পাঠাগার ভবনের ইসলামী পাঠাগারে গোপন বৈঠকের সময় গত শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে জামায়াতের পৌর শাখার আমির রেজাউল করীম, সাতকানিয়ার অলি আহম্মদ বীর বিক্রম কলেজের শিক্ষক হামিদ আজাদ, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরানুল হকসহ ৪২ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে সদর থানায় মামলা করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মাহাবুবুর রহমান গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁদের আদালতে হাজির করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন জানান, ইসলামী পাঠাগারে গোপন বৈঠকের সময় গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
আমির হোসেন শুক্রবার ৪১ জনকে আটকের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন।