ঘুমন্ত মা-ছেলের প্রাণ গেল বজ্রপাতে
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ঘুমন্ত অবস্থায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় একই পরিবারের আরো দুজন আহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার করিম মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন ভূঁইয়া বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন আয়েশা খাতুন (৫৫) ও তাঁর ছেলে মো. আবদুল মমিন (২২)। এ ঘটনায় আহত হয়েছেন নিহত আয়েশা খাতুনের মেয়ে আলেয়া বেগম (৩০) ও আলেয়ার ছেলে মো. আরাফাত হোসেন (৮)। আহতদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আজ ভোরে আকস্মিক বজ্রপাতের শিকার হন আয়েশা খাতুন, তাঁর ছেলে মমিন, মেয়ে আলেয়া বেগম ও আলেয়ার ছেলে আরাফাত। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আয়েশা ও মোমিনকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই সময়ে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নে বজ্রপাতে রাজিয়া খাতুন (৫৫) নামের এক গৃহবধূ আহত হয়েছেন। এ সময় তাঁদের গৃহপালিত একটি গরু মারা গেছে।