কুষ্টিয়ায় লাঠির আঘাতে প্রতিবন্ধী যুবক নিহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার খয়েরপুর গ্রামে প্রতিবেশীর লাঠির আঘাতে মীর শাহীন (৩০) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
শাহীনের বাড়ি খয়েরপুর গ্রামে। তাঁর বাবার নাম মীর রেজাউল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পার্শ্ববর্তী নিশ্চিন্তপুরে চায়ের দোকানে চা পান করতে যান শাহীন। ওই সময় আনিস নামের একজনের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আনিস পাশে পড়ে থাকা লাঠি দিয়ে শাহীনের মাথায় আঘাত করে। পরে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকালে শাহীনের মৃত্যু হয়।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি-ভেড়ামারা সার্কেল) আশীষ বিন হাসান জানান, ঘটনার পর থেকে আনিস পলাতক। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
নিহতের ভাই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সাফ’-এর নির্বাহী পরিচালক মীর আবদুর রাজ্জাক বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় প্রায় প্রতিদিনই চায়ের দোকানের লোকজন শাহীনের পেছনে লেগে থাকত। আর শাহীনও তাদের বিরক্ত করত। এসব নিয়ে নিয়মিতই তাদের মধ্যে কথাকাটাকাটি হতো।