ফেনীতে পুলিশ সুপারের বাসায় ককটেল হামলা
ফেনীর পুলিশ সুপার মো. রেজাউল হকের মহিপালস্থ বাসভবনে ৫টি ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউস রোডে অবস্থিত বাসায় এই হামলা চালানো হয়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ২ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে পেট্রলবোমা ও ককটেলসহ আব্দুল কাদের নামে একজনকে আটক করেছে ফেনি সদর থানা পুলিশ।
যানবাহনে ককটেল নিক্ষেপের চেষ্টার সময় তাকে আটক করা হয়েছে বলে দাবি করেন সাইফুল হক।
এদিকে ককটেল নিক্ষেপের সময় কাদেরের শরীর ঝলসে যাওয়ায় তাকে আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।