ফেনীতে গার্লস স্কুলের প্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ফেনী সদরে ভাড়া বাড়ি থেকে শফিউল্লাহ (৫৫) নামের সরকারি বালিকা বিদ্যালয়ের এক প্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরেরর গাজীক্রস রোডের ভাড়া বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
শফিউল্লাহ ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যার পর নামাজ শেষে শফিউল্লাহর প্রতিবেশী এক রাজমিস্ত্রি বাসায় ফিরে তাঁর মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে অবহিত করেন। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের ভাতিজা হানিফ জানান, শফিউল্লাহর বাড়ি সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামে। তাঁর ছেলে ঢাকায় থাকেন। সম্প্রতি ছেলের কাছে বেড়াতে শফিউল্লাহকে রেখে ঢাকায় গেছেন তাঁর স্ত্রী।
ফেনীর পুলিশ সুপার (এসপি) কাজী মনিরুজ্জামান বলেন, ‘ইফতারের পরপরই জানতে পারলাম একটা মার্ডার হয়ে গেছে। শুনে আমরা সবাই ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে আমরা যে জিনিসটা দেখলাম, তাঁকে স্ট্যাব (ছুরিকাঘাত) করে মারা হয়েছে, এবং তাঁর মুখমণ্ডল ও হাত-পা বেঁধে রেখে মারা হয়েছে। আমরা আলামত সংগ্রহ করেছি। এর মধ্যেই আমরা কিছু ক্লু পেয়েছি। আমি বিশ্বাস করি, আজ-কালকের মধ্যে আসামি অ্যারেস্ট হবে।’
ফেনী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ বলেন, ‘শফিউল্লাহ ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। দিনের বেলায় সে ডে গার্ডের চাকরি করত। আশা করি, খুনের রহস্য পুলিশ তদন্ত করে বের করবে। আমরা ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করি।’
শফিউল্লাহর লাশ ময়নাতদন্তের উদ্দেশ্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।