দৌলতপুরে পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সিরাজনগর টলটলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাকিবুল ইসলামের বাড়ি দৌলতপুর উপজেলার ফিলিপ নগর ইউনিয়নের কবিরাজপাড়ায়। তাঁর বাবার নাম হাফিজুর রহমান।
পুলিশের দাবি, রাকিবুল একজন চিহ্নিত সন্ত্রাসী। দৌলতপুর থানায় তাঁর বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, চারটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ওই সময় রাকিবুলের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয় বলে দাবি পুলিশের।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাল রাতে তাঁরা জানতে পারেন, রাকিবুল মোটরসাইকেলে করে অস্ত্র বহন করে সিরাজনগর রাস্তা দিয়ে যাচ্ছেন। পরে দৌলতপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযানে চালিয়ে রাকিবুলকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার করে।
ওসি আরো বলেন, রাকিবুলের বিরুদ্ধে রাতেই পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছে।