পানিতে ডুবে হাসান-হোসেনের মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া গ্রামে ডোবার পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ফকিরপাড়া গ্রামের পান্নু মিয়ার যমজ দুই ছেলে হাসান, হোসেন (আনুমানিক দুই বছর বয়স) আজ দুপুরে সবার অলক্ষ্যে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। বেলা ২টার দিকে গ্রামবাসী হাসান ও হোসেনের মরদেহ উদ্ধার করে।
নিহত দুই শিশুর বাবা দিনমজুর পান্নু মিয়া জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। শহরে কাজে এসেছিলেন। শিশু দুটির মা সোনাভানু রান্নায় ব্যস্ত ছিলেন। অসতর্কতাবশত তাঁদের দুই সন্তান বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে দুজনের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দামুড়হুদা থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর কথা তিনি শুনেছেন। তবে এ নিয়ে কেউ অভিযোগ করেনি।