কুষ্টিয়ায় শিবিরের আট কর্মী গ্রেপ্তার, ১০ বোমা উদ্ধার
কুষ্টিয়ায় মিললাইন জামে মসজিদের ছাত্রাবাস থেকে আজ সোমবার ইসলামী ছাত্রশিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ১০টি বোমা, বোমা তৈরির সরঞ্জাম, ধর্মীয় বই ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।
গ্রেপ্তার হওয়া আটজনই ছাত্রশিবিরের কর্মী বলে দাবি করেছেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।
জেলা পুলিশ সুপার প্রলয় চিসিম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া শিবিরকর্মীরা সংঘবদ্ধ হয়ে কুষ্টিয়া শহরতলীর মিললাইনের একটি মসজিদের ছাত্রাবাসে বসে বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্য পরিকল্পনা করছিল।
গ্রেপ্তার হওয়া আটজন হলেন কুষ্টিয়ার জোতপাড়ার সাগর, ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন মৃত্তিকাপাড়ার মেহেদি হাসান, খোকসা উপজেলার মাসিলিয়া গ্রামের মেহেদি হাসান, কুমারখালী উপজেলার মোহননগর গ্রামের মহসিন ইসলাম, কাঞ্চনপুর গ্রামের ফয়জুল্লাহ, লালাদাড়ি গ্রামের আজীম উদ্দিন, সদর উপজেলার নূরপুর গ্রামের রাইসুল ইসলাম রাফী ও টাঙ্গাইলের আবদুল খালিদ।