স্বাস্থ্যমন্ত্রীর নামে তদবিরে সতর্কতা
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে এক শ্রেণির প্রতারক চক্র তদবির করছে। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে এসেছে। তিনি এ ধরনের তদবিরকারীদের পুলিশে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন।
আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক শ্রেণির প্রতারক চক্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, তাঁর সহধর্মিণী এবং তাঁর পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে সরাসরি অথবা ভুয়া টেলিফোন করে বিভিন্ন জায়গায় তদবির করছে যা মন্ত্রীর নজরে এসেছে।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘স্বাস্থ্যমন্ত্রীর পরিবার থেকে কোনো ধরনের তদবিরকে প্রশ্রয় দেওয়া হয় না। তাই এ ধরনের কোনো টেলিফোন বা ব্যক্তিগত তদবির হলে সঙ্গে সঙ্গে জড়িত ব্যক্তিকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হলো। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী, তাঁর সহধর্মিণী বা তাঁর পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে কোনো ভুয়া তদবির থেকে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো।’