চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
চাঁদপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এমরান হোসেন নামের এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরো চারজন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এমরান ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অ্যাকাউন্ট অফিসার ছিলেন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফরিদ আহমেদ জানান, আজ সকালে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও হাজীগঞ্জ উপজেলা থেকে চাঁদপুর সদরগামী সিএনজিচালিত একটি অটোরিকশা ঘোষের হাট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান অটোরিকশাযাত্রী ব্যাংক কর্মকর্তা এমরান। আহত হন শিশুসহ চারজন।
পরে আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নিহত এমরানের মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে চাঁদপুর মডেল থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় সংশ্লিষ্ট বাস কিংবা এর চালক বা সহযোগী কাউকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।
এদিকে ওই দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান। এ সময় তিনি আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদানের আশ্বাসও দেন।