কয়েল থেকে অগ্নিকাণ্ড, মুদি দোকানির মৃত্যু
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় একটি বাজারে আগুন লেগে খোরশেদ শিকদার (৭২) নামের এক মুদি দোকানি পুড়ে মারা গেছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার কনেশ্বর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খোরশেদ শিকদার কনেশ্বর ইউনিয়নের কনেশ্বর গ্রামের মৃত আবেদ আলী শিকদারের ছেলে।
ডামুড্যা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিত্যগোপাল সরকার জানান, কনেশ্বর বাজারের ব্যবসায়ী খোরশেদ শিকদারের মুদি দোকানে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কয়েলের থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত দোকানটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু ততক্ষণে দোকানের মালিক খোরশেদ শিকদার পুড়ে ছাই হয়ে যান। পড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর মরদেহ উদ্ধার করেন। দোকানটি পোড়ায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, কয়েলের আগুন থেকে ওই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।