মংলায় উত্ত্যক্ত করার দায়ে স্কুলছাত্রকে কারাদণ্ড
মংলায় নবম শ্রেণির সহপাঠীকে উত্ত্যক্ত করার দায়ে আজ মঙ্গলবার এক ছাত্রকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফুর রহমান জানান, চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল একই ক্লাসের এক ছাত্র। ছাত্রী প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই ছাত্র আজ সকালে তাকে বিদ্যালয়ের সামনে কুরুচিপূর্ণ কথাবার্তা বলাসহ অপমান-অপদস্ত করে। এই অভিযোগ পেয়ে পুলিশ বিদ্যালয়ের সামনে থেকে ওই ছাত্রকে আটক করে। আটকের পর ওই ছাত্রকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ নাজমুল হক দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ছাত্রকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। বিকেলেই পুলিশ তাকে জেলহাজতে পাঠিয়েছে।