চুয়াডাঙ্গায় করিমন-ট্রাক্টর সংঘর্ষ, নিহত ১
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুরে যাত্রীবাহী করিমন ও বালুভর্তি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় ট্রাক্টরচালক মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের হাসিবকে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম মনোয়াজ হোসেন (২০)। আহত ব্যক্তিরা হলেন লাল মিয়া (৬৫), ওসমান (২৫) ও জনি (২৭)। হতাহতদের সবার বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামে। আহত লাল মিয়াকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ওসমানকে মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং জনিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত জনি জানান, রশিকপুর থেকে হেমায়েতপুর ইটভাটায় কাজ করতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেক জানান, মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনোয়াজ মারা গেছেন।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।