মুঠোফোনে প্রেমের নামে প্রতারণা, গ্রেপ্তার ৫
মুঠোফোনে প্রেমের সম্পর্ক স্থাপনের পর অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে চাঁদা আদায়কারী চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোররাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, প্রতারক চক্র ব্যবসায়ী ও চাকরিজীবীদের মুঠোফোনে প্রেমের সম্পর্ক স্থাপনের পর সুযোগ বুঝে ফাঁদে ফেলে বাসায় নিয়ে আপত্তিকর ছবি তুলে রাখে। পরে ছবি প্রচারের হুমকি দিয়ে জিম্মি করে মোটা অঙ্কের অর্থ আদায় করে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে পুলিশ শহরের উদয়ন মোড়, রেলবস্তিসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে শহরের প্রান্তিকপাড়ার মিলন (২৭), চুনারীপাড়ার সীমা বেগম (৩৫), মসজিদপাড়ার বীথি (২১), রেল বাগান বস্তির মিতু (২৮) ও বীথিকে (২২) গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এ প্রতারক চক্রে আরো সদস্য রয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। আটক পাঁচজনকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।