সুন্দরবনে ২ হাজার ঘনফুট সুন্দরী কাঠ আটক
সুন্দরবন থেকে পাচার হয়ে আসা দুই হাজার ঘনফুট সুন্দরী কাঠ আটক করছে কোস্টগার্ড। সোমবার শরণখোলার জামতলা এলাকা থেকে সুন্দরী কাঠের এ চালান আটক করে কোস্টগার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস এম ফজলুল করিম জানান, সুন্দরবনের সুন্দরী কাঠ নৌপথে দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য চোরাকারবারিরা ওই এলাকায় মজুদ করে রাখে। এসব গাছ কাটা নিষিদ্ধ। গোপন সংবাদের ভিত্তিতে কচিখালীতে অবস্থানরত কোস্টগার্ড কন্টিনজেন্ট দল জানতে পেরে অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা আটক করে। আটক সুন্দরী কাঠ ও ইঞ্জিন চালিত নৌকার আনুমানিক মূল্য প্রায় ৪৫ লাখ টাকা।
আটক হওয়া সুন্দরী কাঠ ও নৌকা কটকা বন কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।