নির্বাচনের একদিন আগে প্রার্থিতা ফিরে পেলেন আ.লীগের প্রার্থী
বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজবি-উল-কবির জমাদ্দার উচ্চ আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
সোমবার দুপুরে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের ঘোষণাকে অবৈধ ঘোষণা করেন এবং রেজবি যাতে নির্বাচনে অংশ নিতে পারেন, সেই নির্দেশও দেন আদালত।
এর আগে গত শনিবার রাতে সরকারি কাজে বাধা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজবি-উল-কবির জমাদ্দারের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। সেদিন রাতেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হন এবং পরদিন রোববার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন। সেই রিটের শুনানি আজ অনুষ্ঠিত হয়।
আগামীকাল মঙ্গলবার পঞ্চম ধাপে তালতলীতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।