অনুপ্রবেশের অভিযোগে ৪ বাংলাদেশিকে আটক করল বিএসএফ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে চার বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মালুয়াপাড়া ক্যাম্পের একটি দল তাঁদের আটক করে।
গতকাল রাত পৌনে ১২টার দিকে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক বাংলাদেশিদের নাম জানা যায়নি। তবে তাঁদের দুজনের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামে বলে জানা গেছে। বাকি দুজনের বাড়ি মাগুরা জেলায় বলে খবর পাওয়া গেছে।
এস এম মনিরুজ্জামান জানান, গতকাল বিকেলে ঠাকুরপুর তল্লাশি চৌকির (বিওপি) বিপরীতে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৭-এর কাছে ভারতের মালুয়াপাড়া থেকে ছয়জনকে আটক করে বিএসএফ। তাঁদের মধ্যে দুজন ভারতীয়। আটকের পর তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবির এই কর্মকর্তা জানান, ছয়জনকে আটকের পর বিজিবির সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকে বসে বিএসএফ। সেই বৈঠকে আটকের বিষয়টি জানানো হয়। তিনি আরো জানান, আটক চারজনকে ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।