সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
বাগেরহাটের মংলায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারী খালে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিপন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, শিপন বনদস্যু শিপন বাহিনীর প্রধান। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে সাতটি একনালা বন্দুক, পাঁচটি ওয়ান শুটারগান, দুটি কাটা রাইফেল, দুটি দোনলা বন্দুক, দুটি পয়েন্ট টুটু বোর, ২৮৬টি গুলি ও ৪৩টি গুলির খোসা, ধারালো অস্ত্র, মোবাইল ফোন, সিমকার্ড, টোকেনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
র্যাব-৮-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম বলেন, ভোরে নিয়মিত টহলের অংশ হিসেবে বনের মৃগামারী খালে প্রবেশ করে র্যাবের একটি দল। ওই সময় সেখানে আগে থেকে অবস্থান নেওয়া বনদস্যু শিপন বাহিনী র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা এভাবে বন্দুকযুদ্ধ চলে। এর একপর্যায়ে দস্যুরা বনের গহিনে পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় শিপনের লাশ উদ্ধার করা হয়।
ফরিদুল আলম আরো বলেন, স্থানীয় জেলেরা লাশটি শিপন বাহিনীর প্রধানের বলে শনাক্ত করেন। দুপুরে তাঁর লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।