সরকারি পরিকল্পনা বাস্তবায়নে দরকার জনগণের ক্ষমতায়ন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দিন আহমদ বলেছেন, মন্ত্রিপরিষদে গৃহীত সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল প্রতিপাদ্য সফল করতে গণশুনানি তথা জবাবদিহি ও জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।
আজ বুধবার সকালে রংপুরে জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলনকক্ষে দুদক আয়োজিত কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে নাসির উদ্দিন এ কথা বলেন।
কর্মশালায় অংশ নেওয়ার উদ্দেশ্যে দুদক কমিশনার আরো বলেন, যেকোনো মূল্যে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে সুশাসন নিশ্চিত করতে হবে।
‘গণশুনানি ও জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মো. রাহাত আনোয়ার। এতে অংশ নেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষণা) ড. মো. শামসুল আরেফিন, জিয়াউদ্দিন আহমেদ (অনুসন্ধান ও তদন্ত), রংপুর বিভাগীয় কমিশনার মুহম্মদ দিলোয়ার বখত, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সরকারি-বেসরকারি ও উন্নয়ন সংস্থার বিভিন্ন কর্মকর্তা।