রাতে ঘুমিয়েছিলেন ভাইয়ের বাসায়, সকালে লাশ মিলল সেপটিক ট্যাংকে
খাগড়াছড়ির জেলা সদরের খাগড়াপুর এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় প্রভাকর ত্রিপুরা (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিহতের বড় ভাইয়ের বাসার পেছনের নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত প্রভাকর ত্রিপুরা ঢাকার সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি খাগড়াছড়ি সদরের খাগড়াপুরে।
নিহতের আত্মীয়স্বজন সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল থেকে প্রভাকরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার সকালে বড় ভাই চিরঞ্জিত ত্রিপুরার বাসার পেছনে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। রাতে তিনি বড় ভাইয়ের বাসায় ঘুমিয়েছিলেন। একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে পুলিশ।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন বলেন, ‘নিহতের ঘাড়, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধার করার সময় তাঁর হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে পারিবারিক কিংবা প্রেমঘটিত কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।