পায়রায় কাজে ফিরেছেন চীনা শ্রমিকরা, ছুটিতে দেশি শ্রমিকরা
পটুয়াখালীতে নির্মাণাধীন পায়রা তাপ-বিদ্যুৎকেন্দ্রে বাংলাদেশি ও চীনা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে কাজ বন্ধের তিন দিন পর কাজে যোগ দিয়েছেন চীনা শ্রমিকরা।
আজ শনিবার দুপুরের পর আংশিক পরিসরে কাজে যোগ দিয়ে তারা বাংলাদেশি শ্রমিকদের হামলায় ক্ষতিগ্রস্ত চায়না ক্যান্টিন ও প্রশাসনিক ভবনের মেরামত কাজ শুরু করেছেন।
তিন দিনের বকেয়া বেতন পরিশোধ সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বাংলাদেশি শ্রমিকদের ১৫ দিনের বাধ্যতামূলক ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া চীনা শ্রমিকদের সঙ্গে কয়েক দফা বৈঠকে বসে স্থানীয় প্রশাসন।
আজ শনিবার বিকেল ৪টায় পটুয়াখালীর জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী এসব কথা জানান।
চীনাদের অফিসিয়াল কম্পিউটারগুলো ভাঙচুর ও লুটপাট করার কারণে এবং বিদ্যুৎকেন্দ্রের দৈনন্দিন কাজের অন্যান্য যন্ত্রপাতি চুরি করে নিয়ে যাওয়ায় কেন্দ্রের কাজের নকশাসহ গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন চীনা কর্মকর্তারা।
পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজকে প্রধান করে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি (বিসিপিসিএল) লিমিটেডের নির্বাহী প্রকৌশলী ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিয়ে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আজ শনিবার সকাল থেকে বাংলাদেশি ও চীনা শ্রমিকসহ সংশ্লিষ্টদের সাক্ষ্য নিয়েছেন।
পায়রা তাপ-বিদ্যুৎকেন্দ্র এলাকায় পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।
গত মঙ্গলবার বিকেলে পায়রা তাপ-বিদ্যুৎকেন্দ্রে সাবিন্দ্র দাস (৩২) নামে এক বাংলাদেশি শ্রমিক বয়লার থেকে পড়ে মারা যান। পরে তাঁর লাশ গুম করে ফেলার গুজব ছড়িয়ে পড়লে বাঙালি শ্রমিকরা চীনাদের ওপর হামলা চালায়। এতে আহত কয়েকজন চীনা শ্রমিকের মধ্যে একজন পরদিন বুধবার সকালে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পায়রা তাপ-বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
চীনা শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার রাতে কলাপাড়া থানায় হত্যা মামলা করা হয়। সেই সঙ্গে হামলা, ভাঙচুর ও চুরির অভিযোগে আরেকটি মামলা হয়। মামলা দুটিতে আসামি করা হয় ৫০০ থেকে ৬০০ শ্রমিককে। রাতেই বিসিপিসিএল এলাকায় অভিযান চালিয়ে ১৫ বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করা হয়।
এরপর থেকে ঘটনাস্থলে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৮ প্লাটুন বিজিবি, ৮৫০ পুলিশ, র্যাব ও আরআরএফ পুলিশ মোতায়েন রয়েছে।