বিএনপি অস্তিত্বহীন, খালেদা জিয়া দেশহীন : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি গত নির্বাচনে অংশ না নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্তিত্বহীন হয়ে পড়েছে। এ জন্য দেশের মাটিতে স্থান না পেয়ে খালেদা জিয়া লন্ডনে অবস্থান করছেন। মামলা-মোকদ্দমায় পড়ে তাদের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। এ জন্য খালেদা জিয়াই দায়ী।’
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য আরো বলেন, ‘খালেদা জিয়া তাঁর ছেলে তারেক জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে বসে দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছেন। তারাই নিরপরাধ বিদেশি বন্ধুদের হত্যা করে দেশকে বহির্বিশ্বে অস্থিতিশীল করার তৎপরতা চালাচ্ছেন। তাঁদের এই চক্রান্ত দেশের জনগণ কখনো মেনে নেবে না। দেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে।’
স্বাস্থ্যমন্ত্রী আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জের নদীভাঙনে বিপর্যস্ত চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুনর্নির্মিত ভবনের উদ্বোধন করেন। পরে তিনি উপজেলার খাসকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা মাঠে থানা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন।
‘আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জাতি’ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘এখন আবার চাল রপ্তানি করে ইতিহাস সৃষ্টি করেছি। শিক্ষাব্যবস্থার উন্নয়ন, খাদ্য ঘাটতি মোকাবিলা, অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যৎ ঘাটতি নিরসনসহ সামগ্রিকভাবে দেশ যখন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে তখন জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি চোরাগুপ্তা কাজ পরিচালনা করছে। তাদের অপকর্মের রহস্য বের হয়ে আসছে।’
ষড়যন্ত্রের পথ পরিহার করে আগামী নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মোহাম্মদ নাসিম।
চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওজেশ আলী মোল্লার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আবদুল মজিদ মণ্ডল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) উপদেষ্টা অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক সরকার, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ, যুবলীগের কামরুল হায়দার মুন্না, মোল্লা বাবুল আক্তার প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুনর্নির্মিত ভবনের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবদুল মজিদ মণ্ডল, সিরাজগঞ্জের সিভিল সার্জন দেবপ্রদ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল বারী, শাহজাদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল হাসনাত প্রমুখ।