তেলের ট্যাংকে করে ফেনসিডিল পাচারের চেষ্টা
তেলের ট্যাংকলরির মধ্যে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জে দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ৫৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ জানান, ট্যাংকলরিতে ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার ফিল্ডেরহাট এলাকায় অভিযান চালায়। এ সময় ট্যাংকলরির ভেতর থেকে তিন বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানকালে লরিচালক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন লালপুরের বাসিন্দা আল আমিন (২৫) ও সহকারী একই এলাকার আসলামকে (২৪) আটক করা হয়। পরে তাঁদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।