কুষ্টিয়ায় শিবিরের সভাপতিসহ গ্রেপ্তার ৪
কুষ্টিয়ায় ১০টি ককটেল বোমা ও ছয়টি পেট্রলবোমাসহ শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নাশকতার জন্য বাড়িতে বোমা মজুদ রেখেছেন পলাশ এমন গোপন সংবাদে আজ বুধবার দুপুরে জগতি এলাকায় নিজ বাড়ি থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ককটেল ও ছয়টি পেট্রলবোমা উদ্ধার করা হয়।
এদিকে মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযানে পুলিশ সরকারবিরোধী লিফলেট ছাপানোর অভিযোগে শহরের সুলভ প্রেসের ব্যবস্থাপক কাজী আনোয়ার হোসেন (৬৬), ছাপাখানার কর্মচারী মাসুম বিল্লাহ (২৬) ও শাহিন উদ্দিনকে (২৬) আটক করেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ওই ছাপাখানায় জামায়াত-শিবিরের প্রচারপত্র ও সরকারবিরোধী লিফলেট পাওয়া যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় নাশকতার ষড়যন্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।