গাইবান্ধায় পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি এলাকায় ইয়াছিন ও ইয়াকুব নামে দুই বছরের দুই যমজ শিশু পানিতে ডুবে মারা গেছে। আজ বুধবার বিকেলে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
ওই দুই শিশু গড়দীঘি গ্রামের মধু মিয়ার সন্তান।
স্থানীয় লোকজন জানান, দুপুরে বাড়ির সামনে পুকুরপাড়ে খেলতে গিয়ে যমজ দুই ভাই পানিতে পড়ে যায়। আশপাশের লোকজন তাদের পানিতে পড়তে দেখে ছুটে এসে পুকুর থেকে তোলেন। পরে অসুস্থ অবস্থায় গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।