মহসীন আলীর আসনে উপনির্বাচনের তফসিল বৃহস্পতিবার
নির্বাচন কমিশন (ইসি) আগামীকাল বৃহস্পতিবার মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। তিনি গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান।
কমিশন সচিবালয়ের মিডিয়া কক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই আসনে নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে।
কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু বার্তা সংস্থা বাসসকে জানান, নির্বাচনের সময়সূচি ঘোষণার আগে কমিশন বৈঠক করবে।
১৯৮৩ সালে মহসিন আলী প্রথম পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর আরো দুবার নির্বাচিত হয়ে টানা ১৮ বছর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছরের ৫ জানুয়ারির অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং তাঁকে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।