হারানো রূপ ফিরে পাচ্ছে আজাইপুর-শংকরবাটি বিল
দূর থেকে দেখে মনে হতে পারে একটা নদী। কিন্তু আসলে এটা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজাইপুর-শংকরবাটি বিল। এর পানি দিয়েই দৈনন্দিন চাহিদা মেটাত পৌরসভার ১০টি মহল্লার মানুষ। কিন্তু সংস্কারের অভাবে পুরো বিল ছেয়ে গেছে কচুরিপানায়। দীর্ঘদিন এ অবস্থার কারণে বিলের পানি এখন ব্যবহার অনুপযোগী। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা।
এলাকাবাসীর দীর্ঘ দাবির পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও স্থানীয়দের উদ্যোগে শুরু হয়েছে বিলের কচুরিপানা অপসারণের কাজ। প্রাচীন এই বিল সংস্কারের পর ফিরে পাবে তার ঐতিহ্য। সে সঙ্গে বিলটি জনসাধারণের চিত্তবিনোদনের উপযোগী করে তোলার দাবিও জানান স্থানীয়রা।
বিস্তারিত দেখুন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলকের পাঠানো ভিডিও প্রতিবেদনে :