পিরোজপুরে নারী জনপ্রতিনিধিদের কর্মশালা
পিরোজপুরে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় স্থানীয় সরকারের ভূমিকা এবং নারী জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ও করণীয়বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলার উদ্যোগে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার সকালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের জেলা সভাপতি মনিকা মণ্ডল। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।