শরীয়তপুরে কলেজছাত্রীকে ধর্ষণ, মেয়রের ছেলে গ্রেপ্তার
শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে পৌরসভার মেয়রের ছেলে মাসুদ বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই কলেজছাত্রী জাজিরা থানায় মামলা করেছেন। মাসুদ বেপারী ধর্ষণ করার কথা অস্বীকার করেছেন।
জাজিরা থানা পুলিশ এবং ঘটনার শিকার ওই কলেজছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, মেয়েটি একাদশ শ্রেণিতে পড়ে। জাজিরা মডার্ন ক্লিনিকের কর্মী শরীফ সরদারের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে শরীফ তাঁকে বিয়ে করার কথা দেন। এমনিভাবে দীর্ঘদিন চলার পর তাঁকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করেন শরীফ। ওই কলেজছাত্রীকে গতকাল শনিবার বিকেলে জাজিরা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ইউনুছ বেপারীর ছেলে মাসুদ বেপারী শরীফ সরদারের সঙ্গে তাঁর বিয়ের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ফোন করে তাঁর বাড়িতে ডেকে নেন। সেখানে গেলে মাসুদ বেপারী ওই কলেজছাত্রীকে রাতভর ধর্ষণ করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে রোববার ভোরে জাজিরা থানা পুলিশ মেয়রের ছেলে মাসুদ বেপারীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এরপর ভুক্তভোগীকে উদ্ধার করতে গেলে ওই কলেজছাত্রী ও তাঁর পরিবার লোকলজ্জার ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে পুলিশ তাদের খুঁজে বের করলে ঘটনার শিকার ওই কলেজছাত্রী বাদী হয়ে মেয়রের ছেলে মাসুদ বেপারীকে আসামি করে জাজিরা থানায় মামলা করেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেয়রের ছেলেকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী ছাত্রী লোকলজ্জার ভয়ে লুকিয়ে ছিলেন। ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।