সেই দিন আর নেই : ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প আর কোনোদিন খালেদা জিয়া হতে পারবেন না। সেই দিন আর নেই। খালেদা জিয়ার জামায়াত-বিএনপির সরকারও আর কোনোদিন মহাজোট সরকারের বিকল্প হবে না। হাসিনা খালেদাকে এক পাল্লায় আর মাপা যাবে না।’
আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় ‘জঙ্গিবাদ, আগুন সন্ত্রাস ও এদের পৃষ্ঠপোষকদের রুখে দাঁড়ান, দুর্নীতি, দলবাজি, দখলবাজির বিরুদ্ধে সোচ্চার হোন’- স্লোগানে কুষ্টিয়ার ভেড়ামারায় পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এক জনসভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় জাসদ সভাপতি আরো বলেন, আজকে যে উন্নয়নের ধারা চলছে, তা নিরাপদ করতে সমাতন্ত্রের ঝাণ্ডা হাতে নিয়ে সংগ্রাম করতে হবে। বাংলাদেশের শত্রু জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, যুদ্ধাপরাধীদের পরাজিত করতে হবে। জাসদ অবশ্যই মুক্তিযুদ্ধ ও সমাজতন্ত্রের পক্ষের দল। এই জাসদকে অংশীদার করেই ভবিষ্যৎ বাংলাদেশ সমৃদ্ধির পথে, বৈষম্যহীনতার দিকে এগিয়ে যাবে।
জাসদের ৪৩তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত এ জনসভায় আরো বক্তব্য দেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, জাসদের রাজশাহী বিভাগের সভাপতি শফিউল ইসলাম, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনছার আলী।
দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাসদের নেতা-কর্মীরা জনসভায় যোগ দেন। এলাকার কয়েক হাজার জাসদকর্মী ও সমর্থক এতে অংশ নেন। জনসভা শেষে হাসানুল হক ইনুর হাতে ফুল দিয়ে অনেকেই বিভিন্ন দল থেকে জাসদে যোগ দেয়।