খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত
খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে শহীদুল ইসলাম ওরফে হুজি শহীদ (৪৬) নামের এক জ্বালানি তেল ব্যবসায়ী ও পাটশ্রমিক ঠিকাদার নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে দৌলতপুরে ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
দৌলতপুরে ইসলামী ব্যাংকের সামনের সড়কে যানজটের কারণে শহীদকে বহনকারী গাড়িটি থেমে যায়। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়ির পেছনের গ্লাস ভেঙে শহীদকে লক্ষ্য করে ১১টি গুলি ছোড়ে। গুলিতে শহীদুল ইসলাম গাড়ির মধ্যেই লুটিয়ে পড়েন। কিন্তু গাড়ির চালক ওই অবস্থায় এক কিলোমিটার দূরে পাবলা অফিল স্কুলের সামনে গাড়ি রেখে পালিয়ে যায়।
দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) কামরুজ্জামান জানান, আশপাশের লোকজন শহীদের গুলিবিদ্ধ লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ঘটনার পর দৌলতপুর ইসলামী ব্যাংকের সামনের সড়ক থেকে ১০টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
নিহত শহীদুল ইসলামের ভাই তৌহিদুল ইসলাম জানান, দৌলতপুর-খালিশপুরের একটি প্রভাবশালী গোষ্ঠী এ হত্যায় জড়িত।