শরীয়তপুরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আক্তার ঢালীকে কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে একটি মামলার হাজিরা দিয়ে আদালত থেকে বাড়ি ফেরার পথে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার মোড়ে পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় আক্তার ঢালীর সঙ্গে থাকা তাঁর বড় ভাই রুদ্রকর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দেলোয়ার ঢালীও আহত হন। আহত আক্তার ঢালীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পালং মডেল থানা পুলিশ ও আক্তার ঢালীর ভগ্নিপতি জামাল মোল্যা জানান, শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর গ্রামের আয়নাল ঢালীর ছেলে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আক্তার ঢালী ও তাঁর বড় ভাই ইউপি সদস্য দেলোয়ার ঢালী শরীয়তপুর আদালত থেকে আগের একটি মামলার হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার পেট্রল পাম্পের সামনে পৌঁছালে কয়েকজন লোক মোটরসাইকেলে করে এসে চাইনিজ কুড়াল দিয়ে আক্তার ও দেলোয়ার ঢালীর ওপর হামলা চালায়। এ সময় আক্তার মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় দেলোয়ার ঢালী বাদী হয়ে আটজনকে আসামি করে পালং মডেল থানায় একটি মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য জহিরুল ইসলাম প্রান্ত (১৮) নামের একজনকে আটক করেছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলে করে আট থেকে দশজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, পূর্বশক্রতার কারণে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।