জার্মানির সহায়তায় নরসিংদীর দুর্গম অঞ্চলে সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন
নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল পাড়াতলীতে সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. থমাস প্রিনজ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সৌরবাংলা ১৪১ কিলোওয়াট সৌরবিদ্যুৎ ছোট গ্রিড (মিনিগ্রিড) নামে কেন্দ্রটির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জার্মানির রাষ্ট্রদূত বলেন, বর্তমানে জার্মানের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ আসে নবায়নযোগ্য প্রযুক্তি থেকে। টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য প্রযুক্তির দিকে গুরুত্ব দিচ্ছে জার্মান সরকার। আগামী ২০৫০ সালের মধ্যে তা চাহিদার অর্ধেকে নিয়ে আসার জন্য কাজ করছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নবায়নযোগ্য প্রযুক্তিতে আর্থিক সহযোগিতা করছে জার্মান।
পাড়াতলীর সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে দুর্গম চরাঞ্চলের মানুষ উপকৃত হওয়ায় সন্তোষ প্রকাশ করে জার্মান রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যতে আরো নতুন নতুন সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করে জার্মানির সহযোগিতা অব্যাহত থাকবে।
উদ্বোধনের পর জার্মানির রাষ্ট্রদূত ড. থমাস প্রিনজকে প্রকল্প এলাকাটি ঘুরিয়ে দেখানো হয়। পরে গ্রাহকদের অংশগ্রহণে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সৌর বাংলা লিমিটেডের পরিচালক সাব্বির চৌধুরী সাংবাদিকদের বলেন, সৌরবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে সাত কোটি টাকা। এর মধ্যে জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (কেএফডব্লিউ) অনুদান দিয়েছে চার কোটি টাকা। বাকি তিন কোটি টাকা বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে। ২০০৪ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে শেষ হয়েছে গত বছরের অক্টোবরে। এর মাধ্যমে দুর্গম চরাঞ্চলের ৬১৩টি বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বিদ্যুৎসেবার আওতায় আনা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী মাহমুদ মালিক, কেএফডব্লিউর কান্ট্রি ডিরেক্টর ডেভিড কুনজ, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান ও পাড়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক চৌধুরী।