চুয়াডাঙ্গায় উদীচীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
‘শিল্প-সংস্কৃতি-সংগ্রাম, আমাদের যুদ্ধ অবিরাম’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আজ শুক্রবার উদীচীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা উদীচীর জেলা কার্যালয় চত্বর থেকে সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে মালোপাড়া ওয়েভ ফাউন্ডেশন কার্যালয়ে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদীচী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নওশের আলীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান। আলোচনা শেষে উদীচীর শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন।