বান্দরবানে ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব শেষ
বান্দরবানে স্বর্গীয় সুন্দর দেবতার রথ বিসর্জনের মাধ্যমে মারমাদের প্রধান ধর্মীয় উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে শেষ হয়েছে।
কেন্দ্রীয় বৌদ্ধ বিহার থেকে স্বর্গীয় সুন্দর দেবতার মূর্তির আদলে বিশেষ কায়দায় তৈরি বিশাল আকৃতির রথের ওপর একটি বুদ্ধমূর্তি স্থাপন করে রথটি রশি দিয়ে টেনে টেনে শহর ঘুরিয়ে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সাঙ্গু নদীতে বিসর্জন দেওয়া হয়।
এ সময় বৌদ্ধধর্মের নারী-পুরুষরা মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানায় বুদ্ধমূর্তিকে। রাতের এ রথযাত্রা দেখতে রাস্তার দুই পাশে শত শত মানুষ উপস্থিত ছিল।
উৎসব উদযাপন কমিটির সভাপতি অংচ মং মারমা জানান, ওয়াগ্যোয়াই পোয়ে হচ্ছে মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বৃহস্পতিবার গভীর রাতে সাঙ্গু নদীতে রথ বিসজর্নের মাধ্যমে বান্দরবানে ওয়াগ্যোয়াই পোয়ে উৎসবের পাঁচদিনের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। তবে পাহাড়ি পল্লীগুলোতে বিচ্ছিন্নভাবে পিঠা তৈরি, আকাশে ফানুস বাতি ওড়ানোসহ উৎসব চলবে আরো কয়েকদিন।